কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের সাতানি উত্তরহাটি গ্রামে গত রোববার সন্ধার পূর্ব মূহুর্তে ছোটদের ক্রিকেট খেলার জের হিসেবে বাচ্চু মিয়ার ছেলে শাহ আলমসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে পিউরী রাস্তার উত্তরহাটির আজু মিয়ার বাড়ীর সামনে হামলা চালালে অন্তত: ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, মোঃ আফজার মিয়া(১৮), সাহাবুদ্দিন(৪০), শহর আলী(৩৫), জাকির হোসেন(১৩) ও তহুল উদ্দিন(৩০)। এদের মধ্যে মোঃ আফজাল মিয়া ও সাহাবুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গত রোববার সন্ধার দিকে বাজিতপুর থানার পুলিশ খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশ জানায়, বাচ্চু মিয়া ও তার ছেলে শাহ আলম মিয়াসহ ১০/১২ জন লোক শাহাবুদ্দিন মিয়ার লোকজনের উপর অর্তকিতভাবে হামলা চালায়। এদিকে ছোটদের ক্রিটেক খেলাটি গত ২০ দিন আগে এলাকার মাতাব্বরা মিমাংসা করে দিলেও বাচ্চু মিয়ার লোকজন শাহাবুদ্দিন মিয়ার লোকজনের উপর হামলা চালায় বলে দাবী করেন। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি, আইনানুগভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।