প্রানঘাতি করোনা ভাইরাস(কোভিট-১৯) এর বিস্তার ও সংক্রামন রোধে বগেরহাটের কচুয়ায় কর্মহীন জনসাধারন ও গর্ভবতী মায়েদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা,মাইকিং ও লিফলেট বিতরন অনুষ্ঠান গতকাল দুপুরে (আইইএম ইউনিট,) পরিবার পরিকল্পনা অধিদপ্তর,স্বাস্থ্য,শিক্ষা,ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ গোপালগঞ্জ এর উদ্যোগে কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের দিক নির্দেশনায় কচুয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রজেক্টশনিষ্ট, (আইইএম ইউনিট) মোঃ সাহেদ হোসেন, মোঃ শুকুর আলী,পরিদর্শক (এফপিআই) মোঃ সোহেল সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।