জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার থেকে ১০টাকা কেজির দরের খাদ্যবান্ধ ৪ হাজার ৮’শ ৫০ কেজি চাউল উদ্ধার করেছে।
গত ১৯এপ্রিল রবিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, এসএপি সুমন মিয়া ও ওসি আব্দল্লাহ-আল মামুনের নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় অভিযান চালায়।
ওই অভিযানে উপজেলার চিনাডুলী ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ডর সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ১নং সদস্য মোশারফ হোসেনের গুঠাইল বাজারের দু’টি গুদাম থেকে ৫০ কেজি ওজনের ৯৮ বস্তা খাদ্যবান্ধব সরকারি চাউল উদ্ধার করা হয়। যার পরিমাণ ৪হাজার ৮শ ৫০ কেজি। উদ্ধার কৃত চাউল গুলো ইসলামপুর থানায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান,গুঠাইল বাজার এলাকার আবুল কাসেম (জগা সরকার) এর ছেলে কালোবাজারী মোয়াজ্জেম হোসেন এবং একই এলাকার বাকু শেখের ছেলে কালোবাজারী মোশারফ হোসেনের গুদামে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৯৮ বস্তা চাল উদ্ধার করা হয়। হয়তো তারা কয়েক দিন আগে চাউলগুলো কিনে অবৈধ ভাবে গুদামে মজুদ করছিলেন। এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান।
এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।