রংপুরের গঙ্গাচড়ায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাবার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। তার নিজেস্ব তহবিল থেকে ২’শত ৪৮ জনকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নে ইমাম মুয়াজ্জিন খাদেম ও পুরোহিত পূজারিদের মাঝে জন প্রতি চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবন ৫০০ গ্রাম, আলু ১ কেজি করে গতকাল রবিবার মহাসচিবের নিজ বাসভবনে বিতরন করেন এমপি’র কন্যা মালিহা তাসনিম জুই । এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যার সাজু আহম্মেদ লাল, রংপুর জেলা জাতীয় পার্টির সহ সাধারন সম্পাদক আলহাজ¦ খতিবার রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, আহবায়ক কমিটির সদস্য মাহফুজার রহমান দুলু, বড়বিল ইউনিয়ন জাপা সাধারণ সম্পাদক সুজাউদৌল্লা সাগর, আলমবিদিতর ইউনিয়ন জাপা’র সাধারন সম্পাদক ছামিউল চৌধরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, রংপুর মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরসহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।