কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবসায়ীসহ ৪ জনের নিকট থেকে ৫ হাজার ৬ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় নলতা বাজারে সামাজিক দূরত্ব ও প্রশাসনের নির্দেশনা না মানায় ‘ভাই ভাই হার্ডওয়ার’ এর মালিককে ৫ হাজার টাকা, পৃথক ২টি মোটর সাইকেলে থাকা অতিরিক্ত আরোহীদের নিকট থেকে ৪ শ’ টাকা এবং তারালী মোড়ে একটি চায়ের দোকান খোলা রাখায় দোকান মালিককে ২শ’ টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন।
আদালত পরিচালনাকালে বাংলাদেশ সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুর রহমান ও সঙ্গীয় সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।