করোনা ভাইরাসের সংক্রামনের মধ্যেও জেলা প্রশাসন সারা জেলাকে লক ডাউন ঘোষণা করলেও থেমে নেই জামালপুরের সরিষাবাড়ীতে মীম আক্তার নামে এক কিশোরী বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গত ৪ দিন ধরে অনশন করছে। ঘটনাটি সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ের রায়দের পাড়া (ক্ষ্যান্তর মোড়) এলাকার প্রেমিক বাবু মিয়ার বাড়িতে ঘটেছে। খবর পেয়ে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছে।
এলাকাবাসী ও অনশনকারি মীমের পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের শাহ আলমের পুত্র বাবু মিয়া (২৪) এর সাথে একই গ্রামের আব্দুল খালেকের কন্যা মীম আক্তারের বিগত ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ওই সম্পর্কের জের ধরে দু’’জনের মাঝে শাররীক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মীম এর পরিবার জানতে পেরে স্থানীয় মাতাব্বরগনকে জানায়।
বিষয়টি ধামা-চাপা দেয়ার জন্য মীমের পরিবারের নিকট বাবুর সাথে বিয়ে পড়ানোর আশ্বাস দেয় বাবুর পরিবার। দীর্ঘদিন ধরে মীমের পরিবার বিয়ে পড়ানোর দাবী করলেও বাবুর পরিবার কালক্ষেপন করে আসছিল। এ কারণে গত ১৫ এপ্রিল বুধবার রাত থেকে বিয়ের দাবিতে বাবুর বাড়িতে অনশন শুরু করে মীম আক্তার (১৮)। এদিকে মীমকে অনশনে রেখে প্রেমিক বাবু মিয়া গা ঢাকা দিয়েছে।
এ বিষয়ে এলাকার মাতাব্বর ফরিদ মিয়া, আব্বাস, লিটন, মজনু মিয়া, খোকা মিয়া, রফিকুল ইসলাম ও মন্টু মিয়া তারা দফায় দফায় শালিশী দরবার করেও কোন সুরাহা দিতে পারেনি। ফলে দুটি পরিবারের মধ্যে হতাশাসহ নানা সমালোচনার ঝড় বইছে।
অনশনে থাকা প্রেমিকা মীম আক্তার জানায়,বাবু মিয়া আমার সব কিছু শেষ করেছে। এ মুখ আমি কাউকে দেখাতে পারবো না। তাই আমাকে সে বিয়ে করবে এখন। বাবুকে বিয়ে না করলে আমি বাবুর বাড়ীতেই মরব।
এ ব্যাপারে মীমের পিতা আব্দুল খালেক বলেন, বাবুর বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান করা আমার মেয়ে মীমর সর্বনাস করছে বাবুর ভাবী ছফুরা। আমি গরিব হওয়ায় বাবুর পরিবার এখন মেনে নিতে পারছে না।মেয়ে তার জীবনের কথা চিন্তা করে বাবুর বাড়িতে অনশন করছে।
ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন বলেন, মীম নামে মেয়েটি বাবুর বাড়ীতে অনশনে রয়েছে। বাবুকে অন্যত্র বিয়ে করানোর চেষ্টাও চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ বলেন, ঘটনাটি শোনে আমি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। তবে যেন জনসমাগম না হয়।