জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনী উদ্যোগে করোনা ভাইরাস সৃষ্ট বিপর্যয়ের কর্মহীন, হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরুত্ব বোঝায় রেখে ৪০ পরিবারের মাঝে এ সব ত্রান বিতরণ করা হয়। এ সময় জুরাছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃ তানভীর হোসেন কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে এসব ত্রান তুলে দেন। এ সময় ক্যাপ্টেন মিলন মেহেদী উদয় উপস্থিত ছিলেন।
এ সময় জুরাছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃ তানভীর হোসেন বলেন, এই দুর্যোগ মর্হূত্বে পার্বত্য এলাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠী মাথাচারা দিয়ে উঠার চেষ্টা করছে। তাদের প্রতিরোধে আইন শৃংখলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি এসব সন্ত্রাসীদের সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব না হলে বিরাজ মান শান্তিপূর্ন পরিবেশ আরো অবনতি হতে পারে। সুতরাং করোনা ভাইরাস থেকে নিজে ও সমাজকে সুরক্ষার পাশাপাশি সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।