ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের বিত্তবান ব্যক্তিদের উদ্যোগে নিরন্ন দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রীী বিতরণ করেছে।
রোববার সকালে তারা উপজেলার ঈশ্বরবা গ্রামের অসহায় ও দুস্থ ৭০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল ও আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সদ্য বিদায়ী সুপার মাওলানা জামাত আলী লস্কর, ঈশ্বরবা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন মোল্লা, প্রবীন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান শেখ, মাদ্রাসা সুপার মোস্তাফিজুর রহমান ফারুক,সাংবাদিক সোলাইমান হোসেন, সাইদুর রহমান, শাহ আলম, ডাঃ সাইফুর রহমান ও জাহাঙ্গীর আলম প্রমুখ।