ঝিনাইদহে আবারো বিশেষ কৌশলে ফেনসিডিল পাচারের সময় র্যাবের হাতে আটক এর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে রবিবার সকালে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায়।এসময় মাদকবহনকারি আলমসাধু গাড়ির ড্রাইভার কে আটক করা হয়।
ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যাবসায়িরা আলমসাধু নামক গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে ফেনসিডিল এর একটি চালান পাচার করছে। এমন সংবাদের সকালে র্যাবের একটি দল ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি আলমসাধু গাড়ি আটক করে তল্লাসি চালালে আটককৃত গাড়ি ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থার ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকবহনকারী আলমসাধু গাড়ী ও গাড়ীর চালককে আটক করা হয়েছে।