লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে তিন বছরের শিশু মো. ওমর। রোববার সকালে রায়পুর উপজেলার পৌর শহরের ৭নং ওয়ার্ড মুন্সি বাড়ীতে এ ঘটনা ঘটে। মো.ওমর (৩) পৌর শহরের ৭নং ওয়ার্ড মুন্সি বাড়ীর শাহ আলমের পুত্র। এদিকে শিশুটির মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর শহিদ উল্যা মোল্লাহ। তিনি জানান, শিশুটি তাদের ঘরের সামনে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে মারা যায়। তিনি এ ঘটনার পর ওই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া এ ঘটনায় তিনি দুঃখজনক ও হৃদয় বিধারক ঘটনা দাবী করেন।
ওমরের স্বজনরা জানান, রোববার সকালে সকলের অগচরে খেলতে খেলতে শিশুটি ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে এবং হঠাৎ একপর্যায়ে তাদের ঘরের সামনে এক ছোট পুকুরে পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধাকে করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কম্পেক্য্র নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শিশুর মৃতদেহ রোববার দুপুরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।