রাজশাহী পুঠিয়ায় পূর্বশত্রুতার জেরধরে মোটরসাইকেলের গতিরোধ করে আবরার ইয়াসির (১৪) নামের এক স্কুলছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের পিতা বাদী হয়ে পৌর মেয়র রবিউল ইসলাম রবিসহ তার কর্মচারীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু চার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও থানা পুলিশ পৌর মেয়র বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহন করেনি।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে পুঠিয়া আড়ানী সড়কের পৌরসভা অস্থায়ী কার্যালয়ে সামনে কিশোরকে পেটানোর ঘটনা ঘটে। আহত ওই কিশোর উপজেলার পৌর এলাকার মহিরুল ইসলামের ছেলে ও পুঠিয়া পিএন সরকারী মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সারা দেশে করোনারভাইরাসের কারণে নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো সীমিত আকারে খোলা থাকে। গত বুধবার সাড়ে ১২ টার দিকে কিশোর ইয়াসির তার দাদীর জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে পুঠিয়া সদরে আসছিল। পথে পৌরসভার সামনে এলে পৌর মেয়র রবিউল ইসলাম রবি তাকে থামতে নির্দেশ দেয়। পরে ওই কিশোর মোটরসাইকেল থামানো মাত্র সেখানে উপস্থিত মেয়রের কর্মচারী সুমন তাকে মারধর করে। পরে তার মোটরসাইকেলটি জোরপূর্বক কেড়ে নেয়। ইয়াসিরের বাবা মহিরুল ইসলাম বলেন, পূর্বপরিকল্পিতভাবে মেয়র তার ছেলেকে মারধর করেছে। পূর্ব থেকে পৌর মেয়রের সঙ্গে আমার ব্যবসা সংক্রান্ত টাকাণ্ডপয়সা নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছিলো। এরই জের ধরে আমার ছেলেকে মারধর করে মোটরসাইকেল কেড়ে নিয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবী করে গত বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পৌর মেয়র আমার ছেলেকে মারধর করেছে। আমি একটি অভিগোগ দিয়েছি। চার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও থানা মেয়রের প্রভাবখাটানো জন্য এর কোনো সুষ্ঠু সমাধান করে দেয়নি। তবে মারধর করার বিষয়টি অস্বীকার করে পৌর মেয়র রবিউল ইসলাম বলেন, ছেলেটি বেপরোয়া ভাবে সড়কে মোটরসাইকেল চালাচ্ছিলো। একপর্যায়ে সে পৌরসভার সামনের দেয়ালের সাথে এক্সিডেন্টে করে আহত হয়। পরে পৌরসভার কর্মচারীরা তাকে উদ্ধার করেছে এবং মোটরসাইকেলটি পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ছেলেটি পুঠিয়া আড়ানী সড়কে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালাচ্ছিলো। পৌরসভার লোকজন মোটরসাইকেলটি ধরে আমাদের খবর দিয়েছেন। আমরা ওই মোটরসাইকেল উদ্ধার করে একটি মামলা দিয়েছি। তবে ওই কিশোরের পিতা বাদী হয়ে পৌর মেয়রসহ দুইজনের বিরুদ্ধে তার ছেলেকে মারধর করার অভিযোগ দিয়েছেন।