দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে প্রায় সব পেশার মানুষ যখন আত্মরক্ষার্থে ঘরবন্দি, তখন জীবনের ঝুঁকি নিয়ে মাঠে রয়েছেন ইউনিয়ন পরিষদের সচিবরা। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা ছাড়াই তারা রাতদিন কাজ করে চলেছেন। তৃণমূলে সরকারের বিভিন্ন ত্রাণ বিতরণ কর্মসূচিসহ জনগণকে সচেতন করার পাশাপশি জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা, প্রবাসীদের তালিকা তৈরি, তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং মন্ত্রণালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনে বিভিন্ন প্রকার দাপ্তরিক প্রতিবেদন পাঠানো, ভিজিএফ, ভিজিডি, জিআর, জেলেদের বিশেষ ভিজিএফ এবং ১০ টাকায় খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম পরিচালনা করছেন ইউপি সচিবরা।
সারাদেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদে একজন করে সচিব দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) নেতারা বলেন, সরকারের তরফে নানা কার্যক্রমে অংশ নিতে গিয়ে তারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও আড়ানী ইউনিয়ন পরিষদের সচিব হাসানুজ্জামান জানান, এই মহামারিতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ করে চলেছে। সরকার ঘোষিত প্রনোদনায় ইউপি সচিবদের কে আওতাভুক্ত করার জন্য জোর দাবী করেন।
রাজশাহী জেলার ইউপি সচিব সমিতির সভাপতি আতাউর রহমান জানান, জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি করছেন না। তাদের বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাউসা ইউপি সচিব রফি আহমেদ জানান, যে বিদ্যমান পরিস্থিতিতে ইউপি সচিবদের স্বাস্থ্যঝুঁকির বিষয়েও তারা উদ্বিগ্ন।
সংগঠনের কেন্দ্র কমিটির সভাপতি রেজাউল করিম তুহিন বলেন, ইউপি সচিবদের বেতন বৈষম্য দূর করার দাবি দীর্ঘদিনের। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেওয়া হচ্ছে না। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ইউপি সচিবরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছেন। কিন্তু তাদের বিষয়ে সরকারের পক্ষ থেকে তেমন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তবে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী ইউপি সচিবদের বিষয়গুলো সুবিবেচনায় নিবেন বলে আমার বিশ্বাস।