যানবাহনকে করোনা ভাইরাস মুক্ত করতে মাগুরা শহরে দুটি জীবানুনাশক টানেল উদ্বোধন করলেন সেনাবাহিনীর ৫৫ আর্টিলারি ব্রিগেড কর্মান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি। তিনি রোববার দুপুরে শহরের ঢাকা রোড ও ভায়না মোড়ে নির্মিত জীবানু মুক্ত টানেল দুটি যান বাহন ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
পরিদর্শনকালে ৫৫ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি জানান, মাগুরা পৌর সভার সহযোগিতায় শহরে প্রবেশ ও বাহির হওয়ার সময় সকল ব্যক্তি, মটর সাইকেল, বাইসাইকেল, ভ্যান-রিক্সা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করে নিজেকে জীবানু মুক্ত করতে পারবে। এই টানেলে জীবাণু মুক্ত করতে পানির সাথে সুগন্ধি ডিটারজেন্ট ও মানুষের শরীরের ক্ষতিকর নয় এমন খার জাতীয় মেডিসিন ব্যবহরা করা হচ্ছে। এর ফলে সকল ধরনের যান এবং মানুষের শরীরে লেগে থাকা জীবানু নষ্ট করা সম্ভব হবে।