সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কর্মীরা করোনা ঝুকিতে রয়েছেন। ইউনিয়ন মা ও শিশু কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারীরা স্বাস্থ্য সুরক্ষা না নিয়েই কাজ করে যাচ্ছেন। উপজেলার ১৪ টি ইউনিয়নে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। সবচেয়ে বেশি করোনা ঝুকিতে রয়েছেন তারা। এক বাড়ি হতে অন্য বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করার সময় যেকোন উপায়ে তারা করোনা সংক্রামিত হতে পারেন অথবা অন্যকে সংক্রামিত করতে পারেন।
একাধিক স্বাস্থ্য কর্মী জানান, সরকারি ভাবে কোন সুরক্ষা সরঞ্জাম আমাদের ্ওখনো দেওয়া হয় নাই। আমরা নিজেরা যতটুকু পেরেছি তা দিয়েই কাজ চালিয়ে যাচ্ছি। সরকারের কাছে আমাদের দাবী যেন সুরক্ষা সরঞ্জাম দ্রুত দেওয়া হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরাফাত হোসেন এ বিষয়ে বলেন, যারা সরাসরি রোগী দেখেন তাদের পিপিই দেওয়া হয়েছে। আর যারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। খুব তারাতারি তারা পেয়ে যাবেন।