কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারোবাড়িয়া সিঙ্গারহাটি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ইছাক মিয়া (৪৫) গত শনিবার (১৮ এপ্রিল) বাজিতপুর সরারচরে হিলচিয়া রোডে আহম্মদ আলীর লোকজনের হামলায় নিহত হন। এই ঘটনার পর গত শনিবার বাজিতপুর থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। এই দিকে নিহত ইছাক মিয়ার বংশধরেরা আহম্মদ আলীর লোকজনের ৮ থেকে ১০ টি বাড়ি ঘর ভাংচুর লুটপাঠ করেছে গেন্দু মিয়ার ও তার লোকজনেররা। এইসব ঘর থেকে তারা ২০ থেকে ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ। প্রত্যেক্ষদর্শীরা জানান, একটি খলার মধ্যে নিহত ইছাক মিয়ার ৮০ মন ধান ছিল। সেটিও আহম্মদ আলীর লোকজন জোড় করে নিয়ে গেছে। রোববার নিকলী থানার পুলিশ মোতায়েন রয়েছে। নিকলী থানার ওসি মোঃ শামসুল ইসলাম কে এই খুন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই খুনটি হয়েছে বাজিতপুর থানায়। এটা আমার দেখার বিষয় নয়। আমি বর্তমানে করোনা প্রতিরোধ নিয়ে কাজ করতে গিয়ে ক্লান্তি এসেছে। তিনি বলেন, বাদী পক্ষের লোকজন মামলা দিতে আসলে অবশ্যই মামলা নিবেন বলে উল্লেখ করেন। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বলেন, তার কাছে মামলা দিতে কেউ আসেনি।