কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের বাঁশ মহলের মাছের আড়ত ও দিঘীরপাড় ইউনিয়নের পাঠুলী ঘাটের মাছের আড়ত গুলোতে করোনা ভাইরাসের সংক্রমন রোধ করার কথা থাকলেও এইসব আড়তে আগত পাইকাররা গাদা গাদা করে মাছ বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে বাজিতপুর আড়তের কয়েকজন ব্যবসায়ী সাথে আলাপ করলে তারা জানান, করোনা ভাইরাস কী? বাহির থেকে আসা পাইকাররা এই বিষয়ে কিছুই বুঝেন না। প্রত্যোক্ষদর্শীরা জানান, বিশেষ করে বি-বাড়িয়া, কুলিয়াচর, ভৈরব, কটিয়াদী, নিকলী, নারায়নগঞ্জ সহ আসা পাশে জেলা গুলো থেকে পাইকাররা এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যান। বাজিতপুর পৌরশহরের মাছের আড়তদার দিলিপ কুমার দাস, অন্য আড়তের ম্যানেজার মোঃ আলামীন সহ কয়েকজন ব্যবসায়ী জানান এখন থেকে দূরুত্ব বজায় রেখে পাইকারদের নিকট মাছ বিক্রি করবেন বলে উল্লেখ করেন।