ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উত্তরগাঁও গ্রামের করিমুল ইসলামের পুত্র আসিফ রানা সাদ্দাম করোনার উপসর্গ নিয়ে গত ১৪ই এপ্রিল রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় কোয়ারেনটাইনে থাকার সময় কর্তব্যরত চিকিৎসক করোনা সন্দেহে তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠায়। ১৮ই এপ্রিল বিকালে তাকে সনাক্ত করে। উপজেলা মেডিক্যাল টিম তাকে বাসা থেকে নিয়ে হাসপাতালে আইসোলেশনে ভর্তি করেছে ।
এ প্রসঙ্গে আরএমও ডাঃ ফিরোজ আলম বলেন, পৌর শহরের বাঁশবাড়ি গ্রামে মামুনের ৭ বছরের শিশু কন্যা মিম আইসোলেশনে অপর দিকে উত্তরগাঁও গ্রামের করিমুল ইসলামের পুত্র আসিফ রানা সাদ্দাম(২৮) সহ দুই জন আইসোলেশনে ভর্তি আছে। এ ব্যপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে আশপাশের প্রত্যেকটা বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে এবং তাদের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।