জলার বকশীগঞ্জে করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় পুলিশের ধাওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ১৮এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নঈম মিয়ার বাজারে ঘটনাটি ঘটে। নিহত সিরাজুল ইসলাম উপজেলার ধানুয়া কামালপুর এলাকার আক্রাম আলীর ছেলে। মৃত সিরাজুলের স্বজনরা হাসপাতালে এসে পুলিশকে দায়ী করে বিক্ষোভ মিছিল শুরু করে। ওই সময় বকশীগঞ্জ হাসপাতালে ইত্তেফাক পত্রিকার বকশীগঞ্জ সংবাদদাতা এম শাহীন আল আমীন ছবি তোলতে গেলে পৌর মেয়রের লোকজন সাংবাদিক শাহীন আল আমীনের উপর হামলা চালিয়ে ব্যাপক মারধোর করে তার ক্যামেরা ছিনিয়ে নেয়।
এলাকাবাসি সুত্রে জানা যায়,ওইদিন সকাল সাড়ে ১০ টার দিকে নঈম মিয়া বাজারে কৃষক সিরাজুল ইসলাম আলু বিক্রি করতে যায়। ওই সময় লক ডাউন বাস্তবায়ন করতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার বাজারে জনসমাগম বন্ধে অভিযান চালায়। ওই অভিযানে সময় পুলিশ লাঠিচাজের্র ভয় দেখিয়ে ধাওয়া করে। পুলিশের আতঙ্কে পালানোর সময় পড়ে মারা যায় কৃষক সিরাজুল ইসলাম। পরে ইউএনও আ.স.জামশেদ খোন্দকার কৃষক সিরাজুল ইসলামকে এসিল্যান্ডের গাড়িতে করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ সময় সিরাজুলের স্বজনরা হাসপাতালে ভিড় জমায়। পরে ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার বকশীগঞ্জ হাসপাতালে উপস্থিত হলে সিরাজুলের স্বজনরা ইউএনও এবং পুলিশের সাথে বাকবিতন্ডা জড়িয়ে পড়েন। পরে স্বজনদের সাথে এলাকাবাসী সিরাজুলের মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে বিক্ষোভ শুরু করে। এ ঘটনার ছবি তোলতে গেলে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর এবং তার লোকজন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনের ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তার সহযোগীরা তাকে মারধোর করে। ক্যামেরা ছিনিয়ে নেয়।
প্রত্যাক্ষদর্শী, এলাকাবাসিরা জানায়,এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,ওসি শফিকুল ইসলাম সম্্রাট,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ও ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মৃত সিরাজুলের স্বজনদের সাথে হাসপাতালে এক রুদ্ধধার বৈঠকে বসেন। বৈঠক শেষে স্বজনদের কাছে সিরাজুলের লাশ হস্তান্তর করা হয়। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে সাংবাদিক শাহীন এম আল আমীন বলেন,পেশাগত দায়িত্ব পালনের জন্যই আমি হাসপাতালে গিয়ে ছিলাম। পৌর মেয়র অতর্কিত আমার উপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেয়। তার সহযোগীরা আমাকে শারিরীক ভাবে লাঞ্চিত করে। আমি এই ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকের মারধরের বিষয়ে অস্বিকার করে বলেন,তাকে ছবি তোলতে নিষেধ করার পরও সে ছবি তোলছিল। তাই তার ক্যামেরা কেরে নেওয়া হয়েছে বলে জানান।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান, সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার বলেন,অভিযানের সময় পুলিশের লঠিচার্জের ঘটনা ঘটেনি। ওনি দৌড়ে পালানোর সময় পরে গিয়ে গুরুতর অসুস্থ হন। পরে আমি নিজেই তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে সে মারা যান।