মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি যে দাবি করেছে তাকে ভিত্তি করে এ অভিযোগ করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার বিশ্বের দেশগুলোর পক্ষ থেকে এনপিটি চুক্তি মেনে চলা সম্পর্কিত নিজের বার্ষিক প্রতিবেদনে এ অভিযোগ করেছে। এর আগে গত বছরও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরাইলের এক ভিত্তিহীন অভিযোগের পরিপেক্ষিতে ইরানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একইসঙ্গে আইএইএ’র কথিত একটি প্রতিবেদনের দাবি তুলে ধরেছে যেখানে বলা হয়েছে, ইরানের তিনটি অঘোষিত স্থানে অঘোষিত পরমাণু উপাদান পাওয়া গেছে এবং দু’টি স্থাপনায় তেহরান আইএইএ’র পরিদর্শকদের প্রবেশ করতে দেয়নি। আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে এসব অভিযোগ তুলল যখন তেহরান শুরু থেকেই বলে এসেছে, দেশটির কোনো ‘গোপন পরমাণু তৎপরতা’ নেই এবং ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে।