তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নের (সাবের ১ নং ওয়ার্ড) নাদিরাগছ গ্রামে ঢাকার মিরপুর থেকে ফেরৎ এক নারীর শরীরে করোনা পজেটিভ হওয়ায় এলাকার জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায় করোনা ভাইরাসের জীবানু বহনকারী ওই নারীর নাম মাসুদা পারভীন (৪২) গত ৮ এপ্রিল/২০২০ ঢাকা থেকে স্বামী মোকছেদুর রহমান দুলাল সহ গ্রামের বাড়ি তেঁতুলিয়ার নাদিরাগছ গ্রামে আসে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ০৯ এপ্রিল থেকে তাদের হোম কোয়ারেন্টাইন গণনা শুরু করে। এরমাঝে সর্দিজ¦র গলা ব্যথা উপসর্গ দেখে ১২ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টীম তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গত ১৫ এপ্রিল ওই মহিলার স্বামী এলাকার গরীব দুখী জনসাধারণের মাঝে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় তেঁতুলিয়া হাসপাতাল থেকে পর্যাক্রমে নমুনা সংগ্রহ করে সহেন্দজনক ৪০ জনের সেম্পল রংপুর মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত ১৭ এপ্রিল পর্যন্ত ২৩ জনের পরীক্ষা সম্পন্ন হলে ওই নারীর শরীরে করোনা ভাইরাসের জীবানু ধরা পরে। তবে ওই মহিলার শরীর থেকে নমুনা নিয়ে পর্যায়ক্রমে আরও ২টি পরীক্ষার জন্য ঢাকা আইসিডিডিআর এর পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও প ঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল কাশেম জানান ওই নারীর শরীরে করোনা পজেটিভ খবর নিশ্চিত হবার পর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোঃ মাসুদুল হক ও তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা আবু সিনহা মোঃ মুশফিকুর রহমান সহ নাদিরাগছ গ্রামে ওই মহিলার বাড়িতে গিয়ে তাকে হোম আইসোলেশনে রাখা হয়। কারণ তার শরীরে করোনা ভাইসারের কোন উপসর্গ না দেখা দেয়ায় প্রাতিষ্ঠানিক আইসোলেশন রাখা হয়নি। তবে ওই পরিবারের সংযোগে আসা একজন ডিসলাইন অপারেটর সহ তাদের কাজের ৩জন লোকের পরিবার সহ আশপাশে কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। একই সংগে সেখানে আনসার ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশের পহারায় রেখে তেঁতুলিয়া থানা পুলিশ সার্বক্ষনিক তদারকি করছে।
এদিকে ওই খবর পঞ্চগড় সিভিল সার্জন ও জেলা প্রশাসন নিশ্চিত হলে পুরো পঞ্চগড় জেলাকে লকডাউন ঘোষনা করে।