তেঁতুলিয়ায় নতুন বিল্ডিং ঘরে সেচ দেবার সময় বিদ্যুতায়িত হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু। নিহতের নাম সহিদুল ইসলাম (৪০)। সে বাংলাবান্ধা হুলাসুজোত গ্রামের মরহুম আছিরের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন সূত্র জানা যায় শনিবার সকাল সোয়া ৮ ঘটিকায় বাড়িতে বিল্ডিং ঘরে পানি দেবার সময় বিদ্যূতের পোলের তারের সংগে সম্পর্শ হলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় নিহতের ভাই আবুল কালাম আজাদ অন্যান্যের সহযোগিতায় তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম জানান খবর পেয়ে হাসপাতালে নিহতের সুরতহাল রিপোর্ট করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলঅ হয়েছে।