চালনা পৌরসভার ৪ নং ওয়ার্ডে অগ্নিকান্ডে ৯ টি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থদের আহাজারীতে এলাকায় শোকাহত পরিবেশ সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা যায়, পৌরসভার ৪ নং ওয়ার্ডের নলোপাড়া এলাকার জাফর হালদারের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। লম্বা আকৃতির টিনের চাল ও কাঠের বেড়া দিয়ে তৈরী ঘরটিতে শ্রমজীবি, জেলে, ভ্যানচালক পেশাদার ৯ টি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। শনিবার বেলা ৩ টার দিকে হটাৎ রান্না ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কেউ একজন চিৎকার শুরু করলে বিশ্রামে থাকা বাকীরা উঠে পড়ে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকার শত শত নারী পুরুষ এগিয়ে এসে পাশের খাল ও পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষনে ৯ টি পরিবারের ঘর এবং ঘরে থাকা টিভি, সেলাই মেশিন, স্বর্ণালংকার, গ্যাস সিলিন্ডার, জাল সেট, রাইচ কুকার, সাইকেল, নগত টাকা ও সাংসারিক যাবতীয় মালামাল সম্পূর্নরুপে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা হলেন শরিফুল ওরফে কালা শেখ, দাউদ শেখ, বাবুল, আনোয়ার, সোহাগ, খাজা, মুছা, সবুরুন্নেছা ও কবির মোল্যার পরিবার। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে নিরুপন করা না গেলেও কয়েক লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর শুনে তাৎক্ষনিক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আলী কাজী সেখানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থদের সমবেদনা এবং প্রয়োজনীয় সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন।