করোনা মোকাবেলায় দাকোপে জেলা পরিষদের দুই সদস্য পৃথকভাবে কর্মহীন শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেনের পক্ষ থেকে কর্মহীন শ্রমজীবী দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, চালনা পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, জেলা পরিষদ সদস্য কবির হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী কনিকা বৈরাগী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা, পৌর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, চালনা পৌরসভা মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি অসিম বৈরাগী প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য আড়ৎ সমবায় সমিতির সদস্য ৪১ পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধাকেজি ডাল বিতরণ করা হয়।
অপরদিকে বেলা ২ টার দিকে চালনা পৌরসদরের আছাভুয়া এলাকায় জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদারের পক্ষ থেকে চালনা পৌরসভা ও পানখালী ইউপির দরিদ্র শ্রেনীর ৩৬ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানীসহ উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, যুবমহিলা লীগনেত্রী নাসিমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে পরিবার প্রতি ৫ কেজি চাল, ৮ শ’ গ্রাম ডাল, ৫ শ’ গ্রাম লবন, ৫ শ’ গ্রাম তৈল, ১ পিচ সাবান, ৪ শ’ গ্রাম পেয়াজ বিতরন করা হয়।