রাজশাহী জেলায় প্রথম করোনাভাইরাস রোগী গত ১২ এপ্রিল শনাক্ত হয়। উপজেলায় দুইদিন পর আরো একটি রোগী দেখা মিলে। এরপর ওই আক্রান্ত রোগী দুইটিসহ ৪৭টি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করে রাখেন। আজ ১৮ এপ্রিল উপজেলা প্রশাসন ২৪টি অস্বচ্ছল পরিবারকে ২০ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এসেছেন।
জানা গেছে, গত ১২ এপ্রিল রাজশাহী জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তি উপজেলার জিউপাড়া-বগুড়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে ইউসুফ আলী। গত ১৪ এপ্রিল পুঠিয়া উপজেলায় ঢাকা ফেরত লাবনী নামের এক নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তার বাড়ি উপজেলার গন্ডগোহালী গ্রামে। তার স্বামীর নাম শাহিন। এরপর প্রশাসন আক্রান্ত রোগী দুইসহ ৪৭টি বাড়িকে হোম কোয়ারেন্টিনে রেখে দেয়। এলাকা দুইটিকে উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করে রাখেন। আজ ১৮ এপ্রিল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ওলিউজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত রোগীসহ ২৪টি অস্বচ্ছল পরিবারকে জেলা প্রশাসক মো. হামিদুর হকের নিদের্শে। প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ ২০ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এসেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ওলিউজ্জামান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগী দুইটি বর্তমান নিজ বাড়িতে অবস্থান করছে। ৪৭টি বাড়ি আমরা লকডাউন ঘোষণা করেছি। এর ভেতর অস্বচ্ছল ২৪টি পরিবারকে কয়েক দিনের খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে।