পঞ্চগড়ের বোদায় কৃষকদের মাঝে আউশ প্রনোদনা (২য় পর্যায়) এর বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসে গতকাল শনিবার সামাজিক দুরত্ব বজায় রেখে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকদেরকে স্বল্প খরচে আউশ ধানের চাষাবাদ কৌশল ও করোনা হতে বাঁচার স্বাস্থ্যবিধি নিয়ে আলেচনা করা হয়।