করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষের মাঝে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিখ্যাত আড়িয়াল বিলের ধান কাটা নিয়ে কৃষকদের সাথে আলোচনা করা হয়েছে। উপজেলায় ৬ হাজার পরিবারকে ত্রাণ সহয়তা ঘোষনার অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ৪০০ পরিবারের ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষে ইউপির সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
অপরদিকে করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী অচলাবস্থা তৈরি হওয়ায় আড়িয়ল বিলের প্রায় ২৪ হাজার একর জমির ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় শ্রমিক সংকটে দিশেহারা কৃষকদের কাপালে পরেছে চিন্তার ভাঁজ। প্রায় ২৬ হাজার একর আয়তনের আড়িয়ল বিলে প্রায় ২৪ হাজার একর জমিতে ধান চাষ হয়।
বিলটিতে প্রতিবছর ধান উৎপাদনের পরিমান প্রায় ৪০ হাজার টন। বৈশাখ মাসের প্রথম দিকে ধান কাটা শুরু হয়ে তা ১৫ দিনের মধ্যে শেষ করতে হয়। তা না হলে বিলের অধিকাংশ জমি নীচু হওয়ায় বৃষ্টি ও বর্ষার নতুন পানিতে ধান তলিয়ে যায়। কৃষকরা যেন ধান কেটে বাড়ী নিতে সে লক্ষে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মসিউর রহমান মামুন বিষয়টি নিয়ে নীতি নির্ধারকদের সাথে ধান কাটার জন্য শ্রমিক আনার বিষয়ে আলাপ হয়েছে বলে কৃষকদের আশ^স্ত করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মামুন,শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আকবর সিকদার, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট,যুবলীগ নেতা মোঃ সুজন সিকদার,মাহবুব আলম বিদ্যুৎ, মোঃ বাবু মৃধা, মোঃ সেলীম প্রমুখ