রংপুরের পীরগাছায় ত্রানের দাবিতে গতকাল শনিবার আবারো মহা সড়ক অবরোধ করেছে নিম্ন আয়ের পাঁচ শতাধিক নারী-পুরুষ। তারা রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের দেউতি বাজারে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এছাড়াও ওই সড়কের সরেয়ার তল জোড়ইন্দ্রা নামকস্থানে একই সময়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী।
এসময় টহলরত সেনাবাহিনীর আশ্বাসের প্রেক্ষিতে মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসুচী পালন করেন বিক্ষোভকারীরা। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নের হাউদারপাড় এলাকায় সড়ক অবরোধ এবং তাম্বুলপুরের নেকমামুদ বাজারে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালন করে ত্রাণ বঞ্চিত হাজারো মানুষ।
এদিকে একের পর এক ত্রানের দাবিতে রাস্তায় নেমে আসছে খেটে খাওয়া সাধারন মানুষ। তারা বলেন, লকডাউনের কারণে তারা ঘর থেকে বের হতে পারছে না। কাজ-কর্ম বন্ধ। ঘরের খাবারও ফুরিয়ে গেছে। সরকার ত্রাণ সহায়তার ঘোষনা দিচ্ছে। অথচ আমরা পাচ্ছি না। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা পাশ কাটিয়ে চলছে।
রাস্তায় নেমে আসা আব্দুল কাদের নামে এক বৃদ্ধ বলেন, করোনার চেয়েও কঠিন পেটের ক্ষুধা! আমরা খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছি। এই অবস্থায় রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নাই।
এদিকে গতকাল শনিবার উপজেলার দেউতি বাজারে অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন সেনাবাহিনীর একটি টহল দল। তারা দ্রুত তালিকা করে ত্রাণ বিতরণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়কের পাশে অবস্থান নেন।
এ বিষয়ে পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁন বলেন, যা বরাদ্দ পাওয়া গেছে তা বিতরণ করা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ পেলে তাদের মাঝেও ত্রাণ বিতরণ করা হবে।
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান বলেন, অবরোধকারীরা একবার ত্রাণ পেয়েছে। দ্বিতীয় বার পাওয়ার জন্য এসব করছে। আমরা প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করেছি। সেই কমিটি ত্রাণ পাওয়ার যোগ্যদের তালিকা করে আমাদের দিলে আমরা দ্রুত ত্রাণ বিতরনের ব্যবস্থা করবো।