করোনা যুদ্ধে অংশ নিতে মানুষ এখন ঘরবন্দী। যান চলাচল প্রায় বন্ধ। অসুস্থ মানুষ গুলো ঘরবন্দী হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমনবস্থায় ভেড়ামারা পৌরসভার অসুস্থ মানুষ এবং ঢাকা, নারায়নগঞ্জ থেকে আসা হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখন বাড়ি বাড়ি যাচ্ছেন ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন। আজ শনিবার সকাল ১০ টা থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসুস্থ এবং হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের স্বাস্থ্য সেবা প্রদান করতে চিকিৎসক দলের সাথে তারা বাড়ি বাড়ি যান। এসময় ডাঃ নুরুল আমীনের নেতৃত্বে ভেড়ামারা হাসপাতালের ৫ সদস্যের চৌকষ একটি চিকিৎসক দল বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদান করেন এবং সচেতনতামুলক গাইড লাইন দেন।
ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা জানিয়েছেন, ঢাকা, নারায়নগঞ্জ এলাকা থেকে যারা এসেছেন প্রশাসনের সহযোগিতায় তাদের বাধ্যতামুলক ভাবে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। আবার ঘরবন্ধী মানুষ গুলো অসুস্থ হয়ে চিকিৎসা বঞ্চিত হচ্ছে। তাদের সু চিকিৎসা নিশ্চিত করতেই বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমাকে এ কাজে সহযোগিতা করছেন ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসকরা। ভেড়ামারা পৌরসভার এ্যাম্বুলেন্স দিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় সার্বক্ষনিক সেবা দেওয়া হচ্ছে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন জানিয়েছেন, ঘরবন্ধী মানুষের সুচিকিৎসা, করোনা ভাইরাস রোগী শনাক্ত এবং তাদের নমুনা সংগ্রহ করতে পৌরসভা সহ উপজেলা ব্যাপীই কাজ করছে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল টিম। দিনরাত আমরা সেবা দিয়ে যাচ্ছি। পৌরসভায় অবস্থানরত হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যাচ্ছি। তিনি জানান, ভেড়ামারা উপজেলা থেকে এ পর্যন্ত ৩৫ জনের নুমনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০ জনের রির্পোট হাতে পেয়েছি। ২০ জনেই করোনা ভাইরাসে আক্রান্ত নন রির্পোট এসেছে। তিনি বলেন, আতঙ্ক নয়, ভেড়ামারাবাসীকে আরো সর্তক হয়ে সচেতন হবে। তবেই আমরা বিজয়ী হবো করোনা ভাইরাসের বিরুদ্ধে।