জামালপুর জেনারেল হাসপাতালের উন্নতমানের পিপিই, হাসপাতাল লকডাউন ও সকল স্টাফের নমুনা পরীক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নার্স, স্বাস্থ্য কর্মী ও কর্মচারীরা। গত ১৮ এপ্রিল শনিবার সকালে জামালপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেছে।
জীবনের ঝুঁকি নিয়ে জামালপুরের স্বাস্থ্য কর্মীরা করোনায় আক্রান্ত রোগীসহ অন্যান্য রোগীদের সেবা দিয়ে আসছেন। এতে একের পর এক স্বাস্থ্য কর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের সুরক্ষা,নিরাপত্তার উদ্যোগ নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
মাদারগঞ্জ ও বকসিগঞ্জ উপজেলা হাসপাতালসহ জামালপুর জেনারেল হাসপাতালে দুই ওয়ার্ডবয়সহ ৮জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ১৭এপ্রিল আক্রান্ত হয়েছে জেনারেল হাসপাতালের দুই ওয়ার্ডবয়।জেনারেল হাসপাতালের দুই ওয়ার্ডবয় করোনায় আক্রান্ত হলে তাদের আইসোলেশনে নেয়ার কোন ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই জনরোষ থেকে বাঁচতে একপর্যায়ে ওই দুই ওয়ার্ডবয় পালিয়ে শহর থেকে হেটে শেখ হাসিনা মেডিক্যাল কলেজে স্থাপিত আইসোলেশন ইউনিটে গিয়ে ভর্তি হয়েছে।
এদিকে আইসোলেশনে দায়িত্ব পালনকারি করোনা আক্রান্ত ওই দুই জন ওয়ার্ড বয় নমুনা দেওয়ার পরও হাসপাতালে দায়িত্ব পালন করেন। এতে হাসপাতালের সকল স্টাফের করোনা আক্রান্তের ঝুকিতে রয়েছে বলে তারা দাবী করে জানান।
এই নিয়ে বিক্ষুব্দ হয়ে উঠে স্বাস্থ্য কর্মীরা। অতি দ্রুত উন্নতমানের পিপিই, হাসপাতাল ১৪ দিনের জন্য লকডাউনসহ সকল স্টাফের নমুনা পরীক্ষার দাবি জানান বিক্ষুব্ধরা। দাবি না মানলে সকল কাজ বন্ধ করার হুশিয়ারি দেয় আন্দোলনরত বিক্ষুব্ধরা।
আন্দোলনরত হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আফরোজা আক্তার বলেন- আমাদের দাবি যদি পূরন করা না। হয় তাহলে আমরা কোনো কাজ করতে রাজি নই।
জামালপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো: কিরন আলী জানান- সকল স্টাফের নমুনা পরীক্ষা, ১৪ দিনের জন্য জেনারেল হাসপাতাল লকডাউন এবং নার্স, কর্মচারী ও কর্মকর্তাদের উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাময়াদী দেওয়ার দাবি জানান। এসব দাবি না পূরন হলে সকল রকম স্বাস্থ্য সেবা প্রদান থেকে বিরত থাকবে স্টাফরা বলে তিনি জানান।
এ বিষয়ে হাসপাতালে সহকারী পরিচালক ডা: মো: হাবিবুর রহমান ফকির। নার্স ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এদিকে হাসপাতালের নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ ঘন্টাব্যাপী চলায় চরম দূর্ভোগ পোহাতে হয় চিকিৎসা সেবা নিতে আসা সাধারন রোগীদের।