রংপুরের পীরগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ৬ যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার দ্রুত বিচার আইনে মামলার পর ধৃতদের জেল হাজতে পাঠনো হয়। ওসি (তদন্ত) মাসুমুর রহমান জানান, শুক্রবার রাতে ৬ যুবক ২টি মোটর সাইকেলযোগে উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ি মোড়ের মমিন মার্কেটে যায়। এ সময় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এত রাতে দোকান খোলা কেন ? মাস্ক পরা হয়নি কেন ? সামাজিক দুরত্ব মানা হচ্ছে না ? এসব বলে পথচারী ও ব্যবসায়িদের মাঝে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে। এ সময় কয়েকজন পথচারির নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। পরে মমিন মার্কেটের ওষুধ, কীটনাশক ও ফ্ল্যাক্সি লোডের ৩টি দোকানের ক্যাশ বাক্স থেকে মোটা অংকের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় ওষুধ ব্যবসায়ি বিপু নামের একজনকে চিনতে পেরে চিৎকার করে পুলিশ নয় বলে আওয়াজ দিতে থাকে। এতে আশপাশের লোকজন ঘুরে দাঁড়ায়। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা মোটর সাইকেল যোগে দ্রুত সটকে পড়তে থাকে। জনতা এদের ধাওয়া করে ৩ জনকে আটক করে গণধোলাই দেয়। অপর মোটরসাইকেল ৩ ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জনতার হতে থেকে ৩ জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর ও পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি থানা পাড়ার সাইফুল আজাদের ছেলে ইয়াতিমুল ইসলাম অলিন (২০), কাউন্সিলরের সহদর আবদুল হালিম মন্ডলের ছেলে জিসান মন্ডল (২২) ও উজিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমানের ছেলে আহসান হাবিব বিপু (২১)। রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বাকি ৩ জনকেও পুলিশ গ্রেফতার করে। এরা হচ্ছে- উপজেলা সদরের সরদার পাড়ার মৃত মমতাজ সর্দারের ছেলে মওদুদ আহাম্মেদ ওরফে বিপ্লব সরদার (৩৫), ধনশালা গ্রামের মজিবর রহমানের ছেলে মেহেদি হাসান শাওন (২০) ও প্রজাপাড়ার প্রদীপ চন্দ্র সরকারের ছেলে উজ্জ্বল চন্দ্র সরকার (২৫)। এ ঘটনায় ওষুধ ব্যবসায়ি রুহুল আমিন মামলা করলে শনিবার এদের জেল হাজতে পাঠানো হয়। ওসি সরেস চন্দ্র জানান, ঘটনায় সম্পৃক্ত সকল অপরাধিকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিপ্লব সরদার ছাড়া সকলেই কলেজ পড়ুয়া ছাত্র।