শেরপুরের নকলায় আওয়ামী লীগের উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন রাজমিস্ত্রীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নকলা বাজারের অর্ধশত রঙ মিস্ত্রী ও পাঠাকাটা ইউনিয়নের দেড়শতাধিক ভ্যান চালকদের মাঝে জনপ্রতি ২শ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, অর্থবিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ আলম মুঞ্জু, দপ্তর সম্পাদক খলিলুর রহমান ও যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।