শেরপুরে দুই চিকিৎসক ও পুলিশের এক কর্মকর্তাসহ করোনা আক্রান্ত হয়েছেন আরওা ছয়জন।এরা হলেন শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক, ঝিনাইগাতী থানা পুলিশের এক কর্মকর্তা, শেরপুর জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহায়ক ও নারায়ণগঞ্জ ফেরত সদর উপজেলার ধলা ইউনিয়নের রসূলপুর গ্রামের এক যুবক।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ আশপাশের বাজার্দী ও বাদাগৈড় এলাকার ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শেরপুর থেকে করোনা সন্দেহে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো তাদের পরীক্ষার রিপোর্টের মধ্যে ওই ছয়জনের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল পনেরজনে। আক্রান্ত পনেরজনের মধ্যে আটজনই স্বাস্থ্য বিভাগের। এরমধ্যে সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেেেছন দুইজন।
শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত দুজনই তরুণ চিকিৎসক। সদ্য বিসিএস শেষ করে তারা একসাথে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। আক্রান্ত সবাইকে স্থানীয় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউনের আওতায় আনা হয়েছে। ঝিনাইগাতি থানায় বিশেষ ব্যবস্থা ও আক্রান্তদের সং¯র্পষে থাকা অর্ধশতার্ধিক করোনা সন্দেহভাজনকে হোম কোয়ারেন্টাইনে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রয়োজনে পরীক্ষার জন্য তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।