আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাউল বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া কার্যক্রম শুরু করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম সফল করতে সামাজিক দূরত্ব ভঙ্গ না হয় সেদিকে নজর রেখে বাড়িতে চাউল পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন। ইউনিয়নে ১৭৩৯ ব্যক্তিকে তাদের প্রত্যেকের জন্য বরাদ্দকৃত ৩০ কেজি করে চাউল তালিকা ধরে বাড়িতে পৌছানের ব্যবস্থা করেছেন। ৩০০ টাকা মূল্য পরিশোধ করে তারা ৩০ কেজি করে চাউল গ্রহন করবেন। তিনি কার্ডধারী সকলকে ধৈর্যধারণ করে বাড়িতে থাকতে অনুরোধ করেছেন। ক্রমান্বয়ে সকলের বাড়িতে চাউল পৌছে যাবে বলে তিনি জানিয়েছেন।