করোনা ভাইরাসে কারণে সকল পরিবহন সেক্টার বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পরেছে সকল শ্রমিকরা। শুক্রবার রংপুর বাস টার্মিনালে সরকারের বরাদ্দকৃত চাল অসহায় ও কর্মহীন শ্রমিকদের মাঝে বিতরণ করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ। গত ৩ দিনে ১০ কেজি করে চাল ১২শ শ্রমিকের মাঝে বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন রংপুরে সিনিয়র ম্যাজিস্ট্রেট (সহকারি সচিব) নজরুল ইসলাম, রংপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ানে কার্যকরি সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, সহ সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সহ সভাপতি তমিজ উদ্দিন তমেজ, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মুকুল, উপদেষ্ট বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, শ্রমিক নেতা সমসের আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।