শেরপুরে প্রথম বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে সনাক্তের ১১ দিন পর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন দুই নারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ড থেকে এ্যম্বুলেন্স যোগে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ জানান, ওই দুই নারী করোনা রোগীর মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আয়া (খোদেজা বেগম) ও আরেক জন সদরের মধ্য বয়রা এলাকার গৃহিনী (শাহিনা বেগম)। গত ৫ এপ্রিল তারাই প্রথম শেরপুরে করোনা রোগী হিসেবে সনাক্ত হয়। ওই দিনই আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তাদের কে শেরপুর জেলা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চিকিৎসা দেওয়া হয়। পরপর তিন বার নমুনা পরীক্ষার পর করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তাদের সুস্থ্য বলে নিশ্চিত করা হয়েছে।
করনোভাইরাস থেকে সুস্থ্য হওয়া গৃহিনী শাহিনা বেগম বলেন, ‘আমি করোনা রোগী ছিলাম, তাই আমাকে হাসপাতাল থেকে সঠিক চিকিৎসা ও সেবা করছিলো এখন আমি সুস্থ্য হয়েছে। আমার খুব ভালো লাগছে। ডাক্তাররা খুব সেবা দিয়েছে। তাদের কে আমি ধন্যবাদ জানাই।
করনো থেকে সুস্থ্য হওয়া শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আয়া খোদেজা বেগম বলেন, ‘১১দিন চিকিৎসা শেষে আমার ছুটি হয়েছে আমি খুব খুশি। এখন আমি সুস্থ্য আছি বলে ডাক্তাররা বলেছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই করোনা নিয়ে আতঙ্ক না হয়ে ডাক্তারদের সাথে কথা বলুন। আল্লাহ রহমতে সবাই সুস্থ্য হয়ে যাবেন। পরিশেষে আমি সবাই কে ধন্যবাদ জানাই।’