সরকারের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের খাদ্য সহায়তা দেয়ার জন্য গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ,মো. রফিকুল ইসলামের উদ্যোগে গলাচিপায় ‘করোনা কমবাট ফান্ড’ নামের একটি তহবিল গঠন করা হয়েছে। এ তহবিলে স্থানীয়দের সহায়তা নগদ টাকা, বিভিন্ন ধরণের ত্রাণ সংগ্রহ করে গলাচিপা উপজেলার বিভিন্ন অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে। এ উদ্যোগে সাড়া দিয়ে শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা ব্যাক্তিগত তহবিল থেকে ‘করোনা কমবাট ফান্ড’ এ নগদ ৫ লাখা টাকা দান করেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানার কর্মকর্তা ইনচার্জ মো. মনিরুল ইসলাম, ভাইসচেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মহিলা ভাইসচেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, এ ছাড়া সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় এসএম শাহাজাদা জাপানের একটি সিরামিক কম্পানির দেওয়া পিপিই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের হাতে তুলে দেন।