রাজধানী ঢাকার নিকটবর্তি এবং নারায়নগঞ্জের পার্শ্ববতি জেলা মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।গত ১০ এপ্রিল জেলায় প্রথম করোনা সনাক্তের পর শুক্রবার পর্যন্ত মোট ৩৭ জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গেছে,এর মধ্যে ইতোমধ্যে ২ জন নারীসহ মোট ৪ জন মারা গেছেন বাকীদের কুর্মিটোলা এবং কুয়েতমৈত্রি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় জেলার মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দেখা দিয়েছে। অধিকাংশের মতে, প্রতিদিন অল্প পরিমান সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে রিপোর্ট পেতেও কালক্ষেপন হচ্ছে সোয়াব সংগ্রহ এবং রিপোর্টের সংখ্যা বাড়াতে পারলে এ সংখ্যা আরো অনেক গুন বাড়বে বলে এলাকবাসী মনে করছেন।
সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান,এ পর্যন্ত আক্রান্তের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা ৬ জন(শহরের মানিকপুরে ২ )গজারিয়ায় ৮ জন,টঙ্গীবাড়ীতে ৮ জন,সিরাজদিখানে ৬ জন,শ্রীনগরে ৪ জন এবং লৌহজং উপজেলায় ৫ জন রয়েছে।
তিনি আরো জানান,মোট জেলায় মোট ২৪৫জনের নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হয়েছেযার মধ্যে ২১১ জনের রিপোর্ট পাওয়া গেছে।