যতই দিন যাচ্ছে করোনা ভাইরাস ততই ভয়ানক পরিস্থিতি তৈরি করছে। করোনার আতঙ্কে আজ বিশ্বব্যাপী বিভিন্ন দেশে জরুরী অবস্থা জারি করা হয়েছে। দিনদিন কর্মহীন হয়ে পড়ছে লক্ষ লক্ষ মানুষ ও বাড়ছে ক্ষুধার্থ মানুষের সংখ্যা।
বাংলাদেশেও ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি ও বন্ধ করে দেওয়া হয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের প্রভাবে ঠাকুরগাঁও জেলাসহ দেশের বিভিন্ন জেলাকে লকডাউন করা হচ্ছে।
এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্ররা। এসব মানুষদের অসহায়ত্বের কথা চিন্তা করে ঠাকুরগাঁওয়ের একজন সাধারণ ব্যক্তি হয়েও হরিপুর উপজেলার হতদরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়ালেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে তোফাজ্জল আমিন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুজরুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে ৩শতাধিক হতদরিদ্র অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় প্রত্যেক পরিবারকে চাল, আলু, তেল, ডাল ও আটা সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন তোফাজ্জল আমিন ফাউন্ডেশন সহকারী পরিচালক দুরুল হুদা, তসিকুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি তরিকুল ইসলামসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
তোফাজ্জল আমিন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুজরুল ইসলাম হতদরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষদের পাশে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।