জামালপুর র্যাব-১৪,সিপিসি-১,ক্যাম্পের কোম্পানি কমান্ডার,পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া এর নেতৃত্বে রাতের আঁধারে বাড়ি বাড়ি উপস্থিত হয়ে ত্রান সামগ্রী বিতরণ করছেন।
র্যাব সুত্রে জানাযায় গত ১৫ এবং ১৬এপ্রিল রাতে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, ,রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ী চালক ও বিভিন্ন ছোট খাটো পেশায় নিয়োজিত এমনকি নিন্ম মধ্যবিত্ত,কর্মহীন মানুষের মাঝে রাতের আঁধারে বাড়ি বাড়ি উপস্থিত হয়ে তারা ত্রান সামগ্রী বিতরণ করছেন।
জানাযায়,র্যাব একটি এলিট ফোর্স দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক কাজ করার পাশাপাশি প্রাণ ঘাতি করোনার মহামারি প্রতিরোধে প্রতিনিয়ত জন সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারনার পাশাপাশি আর্ত মানবতা সেবায় সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন তারা। জামালপুর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি র্যাবও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। তার ধারাবাহিকতায় র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে দুইশতধীক পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ০২ কেজি ডাল, ০২ লিটার তৈল ও ০১ টি সাবান সম্বলিত ত্রানের প্যাকেট করে তারা রাতের আঁধারে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এ বিষয়ে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার,পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া বলেন, র্যাবের পক্ষ থেকে মানবিক কার্যক্রম সাহার্য্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।