পাবনার চাটমোহরে করোনা রোগি সনাক্ত হয়েছে। পাবনা জেলায় সনাক্ত হলো প্রথম করোনা আক্রান্ত রোগী। আক্রান্ত ব্যক্তির নাম জহুরুল ইসলাম মোল্লা (৩২)। তিনি উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের রেজাউল করিম মোল্লার ছেলে। এ ঘটনায় চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল এই প্রথম পাবনায় করোনা রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান,তিনি নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসার পর অসুস্থ হলে গত ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর নমুনা পরীক্ষার ফলাফল আসে পজিটিভ।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শুয়াইবুর রহমান জানান,নারায়নগঞ্জে কর্মরত ওই ব্যক্তি গ্রামের বাড়িতে আসার পর আমরা খবর পেয়েই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার নমুনা সংগ্রহ করে পাঠাই। আর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। তিনি জানান,ওই ব্যক্তির নমুনার ফলাফল ১৬ এপ্রিল পাবনায় আসে। রিপোর্টে বলা হয় ওই ব্যক্তির করোনা পজিটিভ। তিনি জানান,করোনা সনাক্ত ওই পরিবারের ৯ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ৭ এপ্রিল জহুরুল ইসলাম ও তার ছোট ভাই শাহিন নারায়নগঞ্জ থেকে পালিয়ে রাতের আঁধারে চাটমোহরের নিজ বাড়িতে আসে। তারা নারায়নগঞ্জের চাষারা উপজেলায় টাইলস্ মিস্ত্রী হিসেবে কাজ করতো। তিনি কয়েকদিন শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরাও করেছেন। বিষয়টি ওই সময় গ্রামবাসী প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান জানান,থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন এবং মেডিকেল কর্মকর্তা রুহুল কুদ্দুস ডলারসহ একটি মেডিকেল টিম নিয়ে ওই গ্রামের গিয়েছিলাম। বামনগ্রামের করোনা আক্রান্ত রোগীর অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল। তার তেমন কোনো লক্ষণ নেই। তবে যেহেতু করোনা পজিটিভ আসছে,সেকারণে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে আপাতত বাড়িতেই হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইইডিসিআরকে তার বিষয়টি অবহিত করা হয়েছে। আর পুরো চাটমোহর উপজেলা লকডাউন (রাত ১১.২০ মি.) ঘোষণা করা হয়েছে।