মেহেরপুরের গাংনীতে দু’ ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯ টায় সময় ষোলটাকা ইউনিয়নের জুগিরঘোপা-সহড়াবাড়িয়া মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভ্যন্তরীন কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা পুলিশের।
আহত জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক শাহিন রেজা জানান,ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য ষোলটাকা ইউনিয়নে কর্মহীন ও অসহায় মানুষের তালিকা শেষ করে মটরসাইকেল যোগে গাংনীতে আসার পথে সহড়াবাড়িয়া গ্রামের নাজমুল ও শিমুলতলার নাহিদ তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। স্থানীয় লোকজন আহতবস্থায় উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।
হামলার নিন্দা প্রতিবাদ জানিয়ে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুন্তাছির জামান মৃদুল বলেন,করোনা সংক্রামনের কারণে কর্মহীন অসহায় হয়ে পড়েছে সাধারন মানুষ। ছাত্রলীগের উদ্যোগে সেসব কর্মহীন অসহায় দরিদ্র মানুষের খাদ্য সহায়তা দেওয়ার লক্ষে ষোলটাকা ইউনিয়নে তালিকা তৈরি শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নামধারী কয়েকজন মেহেরপুর জেলা ছাত্রলীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন ও জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক শাহিন রেজার উপর হামলা চালায়। আহতদের চিকিৎসার পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
ষোলটাকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দাবি করে সহড়াগ্রামের নাজমুল বলেন,শাহিন রেজা ও মিল্টন আমাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় অপকর্ম করায় তাদের বিরত থাকতে বলা হলে তারা উদ্ধত্য আচরণ করে। এ সময় সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।
কর্তব্যরত চিকিৎসক ডা: এমকে রেজা জানান, মিল্টনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শাহিনের অবস্থা মোটামুটি ভালো। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান জানান, অভ্যন্তরীন কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা পুলিশের।এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।