শেরপুরের ঝিনাইগাতীতে করোনা বিস্তার রুখতে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সবজির বাজার স্থানান্তর করে ‘ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়’ মাঠে নেয়া হয়েছে। এদিকে সবজি বিক্রেতা ও ক্রেতাদেরকে রক্ষা করতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় সব পণ্য কিনতে প্রতিদিন এ বাজারে ভিড় করেন স্থানীয়রা। এখানে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হিমশিত খেতে হয় প্রশাসনকে। তাই নিরাপদ সামাজিক যোগাযোগ নিশ্চিত করতে এ বাজারটিকে পাশেই অবস্থিত বিদ্যালয় মাঠে সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত এ স্কুল মাঠেই সবজির বাজার বসবে।
সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের বিশাল মাঠ জুড়ে সবজি, কলা, পান-সুপাড়িসহ বিভিন্ন পণ্যের বিক্রেতারা দোকান নিয়ে বসেছেন। আর ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় রেখে পণ্য কিনছেন।
সবজি বিক্রেতা হোসেন বলেন, ‘এসিল্যা- (রাশেদুল হাসান) স্যার বিদ্যালয় মাঠে নিজে চুন দিয়ে বক্স করে দিয়েছেন। এ বক্সগুলোতে আমরা দোকান নিয়ে বসেছি। এতে বেচা-কেনা করতে কোন অসুবিধা হচ্ছে না।’
সবজি ক্রেতা রোস্তম আলী মাষ্টার বলেন, ‘লোকজনের জন্য বাজারে প্রবেশ করা যেত না। ওইখানে সামাজিক দুরত্ব মেনে পণ্য কেনা-বেচা অসম্ভব ছিল। করোনা বিস্তার রুখতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, ‘স্থান সংকুলান না হওয়া এবং ক্রেতাদের ভিড়ের জন্য এই বাজারে সামাজিক দূরত্ব বাস্তবায়ন করা যাচ্ছে না। যেহেতু করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্বের বিষটি অধিক গুরুত্বপূর্ণ, তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া বিদ্যালয় মাঠে সীমিত আকারে বাজার বসানোর ব্যবস্থা করা হয়েছে। নির্দেশ অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’