জামালপুরের ইসলামপুর করোনা পরিস্থিতি মোকাবেলায় ডাক্তারদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ক্লথ পিপিই দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এমএ তাহের এর কাছে পারসোনাল প্রটেকটিভ ক্লথ পিপিই হস্তান্তর করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য বলেন-দেশের এই ক্লান্তি কালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলার সকলের প্রতি অনুরোধ জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগীতা কামনা করেছেন।