দরিদ্র ও দু:স্তদের মাঝে বিতরনের জন্য শ্রীমঙ্গলের পাঁচ তারকা মানের হোটেল গ্র্যা- সুলতান টি রিসোর্ট এ- গলফ ২৪ টন চাল দিয়েছে।
গ্র্যা- সুলতান টি রিসোর্ট এ- গলফের সহকারি জেনারেল ম্যানেজার আরমান খান জানান, ১০ কেজির বস্তায় ৪০০ ব্যাগ চাল আজ দুপুর দুইটায় শ্রীমঙ্গল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেক এর হাতে তুলে দেন গ্র্যা- সুলতানের পরিচালক (অর্থ) ফারুক রহমান। এ সময় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ও পুলিশ পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন উপস্হিত ছিলেন।
এর আগে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর হাতে ১২ টন চাল দুঃস্তদের মাঝে বিতরণের জন্য তুলে দেন। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের হাতে ৪ টন এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের হাতে ৪ টন চাল তুলে দেন।