সম্মানী ভাতার টাকা আতœস্বাতসহ ৮ অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কাননের অপসারণ দাবীতে এক যোগে অনাস্থা এনেছে ওই পরিষদের ১০ ইউপি সদস্য।
আজ বৃহস্পতিবার সকালে এ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের এক নারী সদস্যসহ অপর নয়টি ওয়ার্ডের ৯ ইউপি সদস্য এক সভায় মিলিত হয়ে এ অনাস্থা আনে। অনাস্থার এই সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা জমা দিয়েছে। অনাস্থার কারণ হিসেবে মোট আটটি অভিযোগ সুনির্দিষ্টভাবে তারা উল্লেখ করেছে। যার মধ্যে রয়েছে - ট্যাক্সের টাকা থেকে সম্মানীভাতা না দিয়ে নিজে লুটপাট করা, মাসিক সভা না করা, টি আর, কাবিখা, ৪০ দিনের কর্মসূচি, এডিপি ইত্যাদি প্রকল্পের তালিকা সভা না করে নিজে দেওয়া, এলজি এসপির কাজ না করে নিজে টাকা আতœসাত করা, বয়স্ক, বিধবা, পঙ্গু ভাতা সদস্যদের মাধ্যমে না দিয়ে সে নিজেই টাকার বিনিময়ে করে দেন, ইউনিয়ন পরিষদের সর্বপ্রকার কাজ কোন সভা না করে নিজ সিদ্ধান্ত মোতাবেক করা, টাকার বিনিময়ে বয়স্ক ভাতার কার্ড সমাজের বিত্তবানদের প্রদান করা, সদস্যবৃন্দের সাথে অসদাচরণ করা, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে সহী সম্পাদন করা।
এ বিষয়ে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন জানন, করোনা পরিস্থিতি মোকাবেলায় যথাযথভাবে কাজ করছি আমি। যেটি অনেকের পছন্দ নয়। পাশাপাশি কেউ কেউ আগামী নির্বাচনে এই ইউনিয়নের চেয়ারম্যান হতে চান। সে কারনে আমার সুনাম নষ্ট করাসহ একাধিক কারনে তারা এসব ষড়যন্ত্র করছেন। আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়সিন কবির জানান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কাননের বিরুদ্ধে একটি অভিযোগপত্র পেয়েছি। তবে করোনা ভাইরাসের দূর্যোগময় পরিস্থিতি কেটেগেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।