পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে রাত ১টার সময় রসুন বেচাকেনার হাট বসানোর অভিযোগ উঠেছে হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেনের বিরুদ্ধে। এলাকার লোকজন ও হাটের ইজারাদার বিষয়টি প্রশাসনকে জানালেও কোন ফল মেলেনি। বরং ইউপি চেয়ারম্যান হাটের ইজারাদার আঃ জব্বারকে হাটে টোল আদায় না করার জন্য নির্দেশ দিয়েছেন। একই সাথে ইউপি কার্যালয় চত্বরে হাট বসিয়ে চেয়ারম্যান টোল আদায় করছেন।
অভিযোগে জানা গেছে,১৪২৭ বাংলা সনের জন্য হরিপুর হাটের ইজারা পেয়েছেন চাটমোহরের মোঃ আব্দুল জব্বার। ইজারা পাওয়ার পর থেকেই ইউপি চেয়ারম্যান ইজারাদারকে হাটে না যাওয়ার জন্য বলেন এবং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের এলাকায় টোল আদায় না করার জন্য নির্দেশ দেন। বৃহস্পতিবার নতুন বছরের প্রথম হাটবার ছিলো। এরআগেই বুধবার দিবাগত রাত ১টার পর পরই ইউপি চেয়ারম্যান তাঁর পরিষদ কমপ্লেক্স চত্বরে রসুনের হাট বসায়। সকাল পর্যন্ত লাখ লাখ টাকার রসুন বেচাকেনা হয়। হাট চলাকালে চৌকিদার মোতায়েন করা হয়। ভোরে ইজারাদার হাটে গেলে চেয়ারম্যানের সাথে দ্বন্দ্ব শুরু হয়। চেয়ারম্যান জানায়,হাট পেরিফেরির জায়গা ছাড়া কোন টোল আদায় করতে দেওয়া হবে না। ইজারাদার দাবি করেন হাটবারে হাট পেরিফেরির জায়গাসহ আশপাশের যে স্থানে দোকানপাট কিংবা বেচাকেনা হবে,সেটা হাট বলেই গণ্য। কিন্তু চেয়ারম্যান তা মানতে নারাজ। তিনি বৃহৎ রসুন হাট পরিষদ চত্বরে বসিয়ে টোল আদায় করেছেন। আগের বছরও চেয়ারম্যান স্থানীয় মসজিদের নামে হাটের টোল আদায় করেছেন। হাটের ইজারাদার আঃ জব্বার অভিযোগ করেন,চেয়ারম্যান হাটটি ইজারা নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে জোর জবরদস্তি হাটে বাধা সৃষ্টি করছেন। এ ব্যাপারে আমি বিভিন্ন স্থানে অভিযোগ করেছি। হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন তাঁর ইউনিয়ন পরিষদ চত্বরে রাতে রসুন হাট বসানোর কথা স্বীকার করে বলেন,আমি আমার পরিষদ চত্বরে কোন টোল আদায় করতে দেব না। হাট পেরিফেরির স্থানে তারা টোল আদায় করুক। সরকারিভাবে ইজারা দেওয়া হাট ও আশেপাশের স্থানে বসা দোকানপাট ও পণ্য সামগ্রী বেচাকেনার টোল আদায় বাধা দিতে পারেন কিনা,এ প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি বিষয়টি ইউএনও মহোদয়কে বলেছি। তাছাড়া আমি পরিষদ চত্বরে কোন টোল আদায় করতে দেবো না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন,আমি ইজারাদারকে চেয়ারম্যানের সাথে সমন্বয় করে নেওয়ার কথা বলেছি। রাতে হাট বসানোর বিষয়টি আমার জানা নেই। তারপরও অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেবো।