মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে তার বাসভবনে তিনি গজারিয়া উপজেলায় কর্মরত দশজন সাংবাদিকের মধ্যে ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) প্রদান করেন। করোনা প্রতিরোধী বিশেষভাবে তৈরি জামা ছাড়াও এসব সরঞ্জামের মধ্যে ছিল তিন বোতল হ্যান্ড স্যানিটাইজার, পাঁচজোড়া হ্যান্ড গ্লাভস ও পাঁচটি করে সার্জিক্যাল মাক্স।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রধান প্রমূখ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমিরুল ইসলাম জানান, করোনার মতো দুর্যোগে দেশের সাংবাদিকরা নিরলসভাবে ঝুঁকি মাথায় নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। গজারিয়া উপজেলার সাংবাদিকরাও ঝুঁকি মাথায় নিয়ে উপজেলার খবর সংগ্রহ করে তা প্রচার করে যাচ্ছে। তাদের সুরক্ষার কথা চিন্তা করেই তার এ উদ্যোগ ভবিষ্যতেও সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।