করোনা ভাইরাসের মহামারির ভিতরে পিরোজপুরের কাউখালীতে অনুমোদিতভাবে নির্মিত তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত প্রায় দেড় লক্ষাধিক কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে দিয়েছে প্রশাসন। উপজেলার গান্ডতা গ্রামে ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. মখালেদা খাতুন রেখা এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল কাউখালী সদর ইউনিয়নের গান্ডতা গ্রামে অনুমোদিত একটি ইটের পাঁজায় অভিযান চালানো হয়। এ সময় পাঁজায় প্রস্তুতকৃত লক্ষাধিক কাঁচা ইট ফায়ার সার্ভিস সদস্যরা পানি দিয়ে নষ্ট করেন। ইটের পাঁজার, শ্রমিকরা অভিযান টের পেয়ে পালিয়ে যান বলে এলাকাবাসী জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা জানান, করোনা ভাইরাস মহামারীর মধ্যেও কিছু অসাধু ব্যক্তিরা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ওই ইট পোঁড়ানো হচ্ছিল। একটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।