করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে রংপুরের মোটর শ্রমিকরা। এমন পরিস্থিতিতে রংপুর জেলা প্রশাসক কর্তৃক ৮ শতাধিক মটর শ্রমিকদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর শ্রমিকদের মাঝে চাল বিতরণ করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি সচিব নজরুল ইসলাম এবং বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। এসময় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, সহ-সাধারণ সম্পাদক রোনাচুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুলসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এর আগে গতকাল বুধবার ৪ শতাধিক মটর শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলা প্রশাসক কর্তৃক চাল সকল মটর শ্রমিকদের মাঝে বিতরণ করা হবে।