করোনা দুর্যোগে মুন্সীগঞ্জে অসহায়, দরীদ্র ও কর্মহীনদের পাশে দাড়িয়েছেন বিকল্পধারা বাংলাদেশ। গতকাল বিকল্পযুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরীর নির্দেশে ত্রাণ বিতরণ করেন। এছাড়া জেলার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার প্রতিটি ইউনিয়নে ত্রাণ বিতরণ শুরু করছেন। এ সময় শ্রীনগর ও সিরাজদিখানের যুবধারার নেতা কর্মীদের মধ্যে সাথে ছিলেন।
বিকল্পযুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু জানান, সংসদ সদস্য মাহী বি চৌধুরীর নির্দেশে অসহায় ও কর্মহীন মানুষকে ত্রাণ দিয়ে যাচ্ছি। শ্রীনগর ও সিরাজদিখানের বিকল্পধারা ও মহাজোটের নেতা কর্মীদের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে দেওয়া হচ্ছে। করোনা দুর্যোগে এ ত্রাণ অব্যাহত থাকবে।
এ সময় সাথে ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিকল্পধারা সাধারণ সম্পাদক বজলুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন, যুবধারা সভাপগি সাইফুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাওন, বালুচর ইউনিয়ন পরিষদ সদস্য আমজাদ হোসেন প্রমুখ।